খুলনা প্রতিনিধি : খুলনার দিঘলিয়া গ্রামের মধ্যপাড়া মসজিদ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টায় মাটি খুঁড়ে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মসজিদ এলাকায় সোমবার বিকেলে শিশুরা খেলা করার সময় গাছের গোড়ায় একটি প্লেট দেখতে পায়। প্লেটটি উঠানো হলে মাটির তৈরি হাঁড়ির ভেতর শিশুরা বোমাসদৃশ বস্তু দেখে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন জানান, স্বাধীনতা যুদ্ধের সময় এ গ্রেনেড ব্যবহৃত হত। বিভিন্ন ব্রিজ ও কালভার্ট ধ্বংস করতে এ গ্রেনেড কাজে লাগানো হত।

সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) কাদের বেগ বলেন, ‘কীভাবে গ্রেনেডগুলো এখানে এসেছে খতিয়ে দেখা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এটি/একে/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)