মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
দিনাজপুর সংবাদদাতা : জেলার বিরামপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রনি। সে উপজেলার শান্তির মোড় এলাকার মিনুর ছেলে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন জানান, রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল রনিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটায় সে মারা যায়।
এ বিষয়ে কোতয়ালী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমআইআর/একে/এমডি/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)