রাজশাহীতে তুলা চাষে চাষিদের আগ্রহ বেড়েছে
রাজশাহী সংবাদদাতা : রাজশাহী জোনে তুলা চাষে চাষিদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে এ অঞ্চলে ১ হাজার ৬১০ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে।
রাজশাহী তুলা উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের প্রায় ৩৮০টি সুতাকলে প্রতিবছর ৪২ লাখ বেল আঁশ তুলার চাহিদা রয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ হলে চাহিদার বিরাট অংশ এ অঞ্চল থেকে সরবরাহ করা যাবে।
বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল জানান, এ মৌসুমে ৪ হাজার ১৯৭ জন চাষি তুলা চাষ করছেন। আশা করা হচ্ছে, এবার উফশী ও হাইব্রিড জাতের ২ হাজার ৪১৭ মেট্রিক টন তুলা উৎপাদিত হবে।
(দ্য রিপোর্ট/এমএইচজে/একে/এমডি/সা/ফেব্রুয়ারি ১০,২০১৪)