হাজারীবাগ থেকে ১৬ শিবির কর্মী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পশ্চিম ধানমণ্ডির হাজারীবাগ এলাকায় আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে ১৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
হাজারীবাগ থানা পুলিশ সোমবার রাত ৮টায় তাদের আটক করে।
হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ওই বাসায় গোপন বৈঠক করছিল। তাদের কাছ থেকে ৫০টি জিহাদী বই, তিনটি ব্যানার উদ্ধার করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল।
আটকদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
(দ্য রিপোর্ট/এনইউডি/এমডি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)