বুরুন্ডিতে ভয়াবহ বন্যায় ৫১ জনের মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজামবুরাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে কাদা ও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ার কারণে মৃতের সঠিক সংখ্যা জানানো সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমের কর্মীরা জানিয়েছেন।
বার্তা সংস্থা বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, এক ব্যক্তি বলছে সে তার ৯ জন আত্মীয়কে খুঁজে পাচ্ছে না।
তিনি আরো জানিয়েছেন, প্রধান হাসপাতালের মর্গ ইতোমধ্যেই মৃতদেহে ভরে গেছে।
শহরের বাইরের পাহাড় থেকে বন্যার পানি আর কাদা ছুটে আসে আর শত শত ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়।
রাজধানীতে সারা রাত ধরে পড়া ভারি বৃষ্টিতে বন্যা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী গাব্রিয়েল নিজিগমা।
তিনি আরো জানান, ধ্বংসাবশেষ থেকে ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
১০ ঘণ্টা ধরে চলা ভারি বৃষ্টির ফলে সেখান বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এ বন্যায় রাস্তাঘাট এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
(দ্য রিপোর্ট/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)