নাটোর-পাবনা মহাসড়কে ২ ডাকাত আটক
নাটোর সংবাদদাতা : জেলার নাটোর-পাবনা মহাসড়কের গাজীপুর বিল এলাকায় ডাকাতির সময় দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক দুজন হলেন- সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জলিল উদ্দিনের ছেলে হাফিজুর ও বাহার উদ্দিনের ছেলে রিপন। সোমবার রাত ১০টার দিকে ডাকাতির ঘটনাটি ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, রাত ১০টার দিকে নাটোর শহর থেকে তিনজন মোটরসাইকেলে সদর উপজেলার আওরাইল গ্রামে তাদের বাড়িতে ফিরছিলেন। পথে সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গাজীপুর বিল এলাকায় কয়েকজন ডাকাত তাদের গতিরোধ করে মারধর করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে গিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমানের বাড়িতে আশ্রয় নেয়।
পরে এলাকাবাসী বাড়িটি ঘিরে রেখে পুলিশে খবর দিলে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ি থেকে দুজনকে আটক করে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)