খাগড়াছড়ি প্রতিনিধি : দুবারের সংসদ সদস্য একেএম আলীম উল্লাহ এবার রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এটি তার সপ্তম নির্বাচন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে দুই দফা জাতীয় পার্টির টিকিটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

আলীম উল্লাহ ১৯৮৫ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালে খাগড়াছড়ি আসনে দুবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

২০০৩ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হন।

২০০৯ সালে রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী বেলায়েত হোসেন ভূঁইয়ার কাছে পরাজিত হন।

একেএম আলীম উল্লাহ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জানান, এবার তার অবস্থান খুবই ভালো। ২০০৯ সালে উপজেলা নির্বাচনে দলের তিন প্রার্থী থাকায় তিনি পরাজিত হয়েছিলেন। এবারের প্রেক্ষাপট ভিন্ন।

(দ্য রিপোর্ট/এইচএমপি/ইইউ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)