কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিন থেকে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৫১ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মালয়েশিয়াগামী ১৮১ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

সেন্টমার্টিন দ্বীপের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনা থেকে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়। এ সময় দুটি ট্রলারও জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার দেওয়ান রফিকুল আনোয়ার জানিয়েছেন, দুটি ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারকালে ১৮১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে তাদের সেন্টমার্টিনে আনা হয়। পরে দুটি ট্রলারযোগে তাদের নিয়ে মালয়েশিয়ার পথে রওয়ানা দেয় পাচারকারীরা।

তিনি আরও জানান, উদ্ধারের পর তাদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওয়ানা দেওয়া হয়েছে।

তবে সূত্র জানায়, উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন থাইল্যান্ডের ও ছয়জন মিয়ানমারের নাগরিক ছাড়া নারী ও শিশু রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএম/এমএআর/ফেব্রুয়ারি ১১, ২০১৪)