দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে ফের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

‘প্রসপেক্টস ফর ডেমোক্রেটিক রিকনসিলিয়েশন অ্যান্ড ওয়ার্কার্স রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামে এ শুনানি শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৯টা)।

মার্কিন সিনেট কমিটির ওয়েবসাইট জানায়, সিনেটর রবার্ট মেনেন্ডেজের সভাপতিত্বে শুনানিতে দুটি প্যানেল অংশ নেবে। প্রথম প্যানেলে থাকবেন দক্ষিণ ও মধ্য আফ্রিকা বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, মার্কিন শ্রম দফতরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক ব্যুরোর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহযোগী আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল ও শ্রম বিভাগের সহকারী মার্কিন বাণিজ্য বিষয়ক প্রতিনিধি লুইস কারেশ।

অন্য প্যানেলে বক্তব্য দেবেন ওয়াশিংটনভিত্তিক ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অ্যালেন টশার, শ্রমিক সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আকতার ও শ্রমিক অধিকারভিত্তিক সংগঠনের সদস্য স্কট নোভা।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)