দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রগতিশীল ছাত্র জোটের ডাকা দিনব্যাপী ধর্মঘট শেষ হয়েছে। দাবি-দাওয়া পূরণ না হলে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন ঢাবি ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রীতিলতা।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা কলা ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের গেইট থেকে তালা খুলে নেয়।

বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের প্রথম বর্ষের অনার্স কোর্সের টিউশন ফি এক লাখ ৩৭ হাজার টাকা ও সকল বিভাগের বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট এ ধর্মঘট আহ্বান করে।

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠনটি।

প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা সকালে সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের প্রধান গেইটে অবস্থান নেয়। এ সময় তারা কলা অনুষদের তিনটি গেইট ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রধান গেইটে তালা লাগিয়ে দেয়।

এ ধর্মঘটের কারণে এই দুই অনুষদে মঙ্গলবার কোনো ক্লাস হয়নি।

রাষ্ট্রীয় সম্মান জানাতে সকাল ১০টার দিকে বিশিষ্ট সমাজবিজ্ঞানী রঙ্গলাল সেনের মরদেহ অপরাজেয় বাংলার সামনে নিয়ে যাওয়া হলে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এরপর সাড়ে ১০টার দিকে ধর্মঘটের অংশ হিসেবে মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে আবার কলা অনুষদের প্রধান ফটকের সামনে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে নেতারা বলেন, বর্ধিত ফি’র মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পাঁয়তারা চলছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার বলেন, ‘আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।’

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমসি/এজেড/এসকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)