এএফসি এগ্রোর তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে সদ্য লেনদেন চালু হওয়া এএফসি এগ্রোর তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে (জুলাই’১৩-সেপ্টেম্বর’১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৫০ টাকা।
এখানে বেসিক শেয়ারপ্রতি আয় হিসেব করা হয়েছে আইপিও পূর্ব ৩ কোটি ৮০ লাখ শেয়ারের হিসেবে। তবে আইপিও পরবর্তী ৫ কোটি শেয়ারের হিসেবে তৃতীয় প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ০.৩৮ টাকা।
তবে গত নয় মাসে (জানুয়ারি’১৩-সেপ্টেম্বর’১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৫২ টাকা। আইপিও পরবর্তী শেয়ারের হিসেবে গত নয় মাসে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ১.১৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১১.০৪ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)