দ্য রিপোর্ট ডেস্ক : বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ডিজিটাল উপায়ে রদবদল করা কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর ৭টি ছবি তাদের আর্কাইভ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সম্প্রতি একটি সরকারি সংস্থার বিলি করা এই ছবিতে কানে শোনার যন্ত্রের উপস্থিতি দেখা গেছে। কিন্তু ওই যন্ত্রটি ডিজিটাল পদ্ধতিতে মুছে ছবিটি পরিবর্তিত করেছিল এপি।

এপির ভাইস প্রেসিডেন্ট ও ফটোগ্রাফি পরিচালক সান্তিয়াগো লিয়ন বলেন, ‘বাস্তবে থাকা কোনো বস্তু ছবি থেকে সরিয়ে ফেলা মোটেও গ্রহণযোগ্য নয়। আর এ কারণেই আমরা ডিজিটাল পরিবর্তন আনা ফিদেল কাস্ত্রোর কিছু ছবি আর্কাইভ থেকে সরিয়ে নিয়েছি।’

এপির এই কাজে কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিউবা সরকার।

প্রায় ৫০ বছর শাসন করার পর ফিদেল কাস্ত্রো অসুস্থতার কারণে ২০০৬ সালে তার ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা ছেড়ে দেন। আর এরপর থেকেই জনসম্মুখে আসা ছেড়ে দেন কাস্ত্রো। ৯ মাস পর জানুয়ারিতে প্রথম জনসম্মুখে আসেন তিনি। রাজধানী হাভানায় একটি আর্ট স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটি তোলা হয়েছিল ৮৭ বছর বয়সী কাস্ত্রোর। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)