ফরিদপুর সংবাদদাতা : আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে ফরিদপুর বিএনপির মধ্যে শুরু হয়েছে লবিং-গ্রুপিং। কারো কারো প্রার্থিতা নিশ্চিত করতে সমাবেশের পাশাপাশি মানববন্ধনও হয়েছে। অন্যদিকে, সদরপুরে একক প্রার্থী দিতে পেরেছে ১৯ দলীয় জোট।

কেন্দ্রীয় যুবদল নেতা মাহাবুবুল হাসান পিংকুকে ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করার দাবি জানিয়ে মানববন্ধন ও মিছিল করছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হাসান পিংকুকে সদর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী করার দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা বিএনপির নেতা খন্দকার আব্দুল কুদ্দুস, যুবনেতা মাহমুদ কলি, শহর ছাত্রদলের সভাপতি গাজী মাহাবুব ও ছাত্রদল নেতা আতিকুজ্জামান মিঠু প্রমুখ।

এদিকে, ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য আলহাজ আফজাল হোসালরকে (কাজী কুদ্দুস) চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)