রাষ্ট্রীয় মর্যাদায় অধ্যাপক রঙ্গলাল সেনকে শেষবিদায়
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রীয় সম্মানের মধ্য দিয়ে শেষবিদায় জানানো হলো বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক রঙ্গলাল সেনকে। তার বিভাগের সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশে মরদেহ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের কবি-সাহিত্যিক-শিল্পীসহ সাধারণ শিক্ষার্থীরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। অপরাজেয় বাংলায় তাকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে গার্ড অব অনার প্রদান করা হয়। তার কফিনে জড়িয়ে দেওয়া হয় লাল-সবুজ পতাকা। তারপর ‘গান স্যালুট’ দেওয়া হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রক্টর ড. এএম আমজাদ আলী এবং সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকরা।
এরপর সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রঙ্গলাল সেন কিডনি রোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার অপরাহ্নে চট্টগ্রামের একটি হাসপাতালে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
অধ্যাপক রঙ্গলাল সেনের জন্ম ১৯৩৩ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটের মৌলভীবাজারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ১৯৯৩ সালে অবসরগ্রহণ করেন এবং এরপর ৫ বছর চুক্তিভিত্তিক শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১১, ২০১৪)