রাবিতে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নওয়াব আব্দুল লতিফ হলের পেছন থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে পিস্তল দুটি উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান দ্য রিপোর্টকে জানান, রাতে লতিফ হলের পেছনে অস্ত্রধারী সন্ত্রাসীরা আড্ডা দিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/এমএএ/এমএইচও/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)