সোবহান সিকদার মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব কামাল
দ্য রিপোর্ট প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদারকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামানের চাকরির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে।
এ ছাড়া নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিককে শিক্ষা সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন। সিরাজুল নির্বাচন কমিশনেরই অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন।
৮১ ব্যাচের কর্মকর্তা সোবহান সিকদার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগে স্বরাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি অবসরে যাবেন বরিশালের এ কর্মকর্তা।
কামাল আবদুল নাসের চৌধুরী বিসিএস ৮২তম নিয়মিত ব্যাচের কর্মকর্তা। কুমিল্লার এ কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের আগে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন কবি, কামাল চৌধুরী নামে কবিতা লিখে থাকেন। নবম-দশম শ্রেণীর পাঠ্য বইয়ে আবদুল হাকিম রচিত ‘বঙ্গবাণী’ ও আবু জাফর ওবায়দুল্লাহ রচিত ‘মাগো, ওরা বলে’ কবিতা বাদ দিয়ে কামাল নাসের চৌধুরী ‘সাহসী জননী বাংলা’ কবিতা অন্তর্ভুক্ত করে বিতর্কিত হন। পরে প্রত্যাহার করা হয় তার কবিতা।
ড. মোহাম্মদ সাদিক ৮২তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ। সাদিক এর আগে বিয়ামের (বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট) মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। তিনি আগামী ১৮ সেপ্টেম্বর অবসরে যাবেন।
(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)