সিলেট বিভাগে গ্রেফতার ১০০
সিলেট অফিস : সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক শিবিরকর্মীসহ ১০০ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চলে।
সিলেটের অতিরিক্ত ডিআইজি এম. সাখাওয়াত হোসাইন দ্য রিপোর্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেঞ্জের সিলেট জেলা পুলিশ ২৫ জন, মৌলভী বাজার ৮, হবিগঞ্জ ২১ ও সুনামগঞ্জ জেলা পুলিশ ২৩ জনকে গ্রেফতার করেছে।
`গ্রেফতারের বিষয়টি এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ নিশ্চিত করে জানান, সিলেট মহানগর পুলিশ মঙ্গলবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক শিবিরকর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে।
(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)