সাগর-রুনি হত্যার বিচার দাবিতে
৩১ মার্চ সাংবাদিকদের অনশন কর্মসূচি
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবাদিক সম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে আগামী ৩১ মার্চ ঢাকায় কর্মরত সকল সাংবাদিকদের ‘অনশন কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে মঙ্গলবার সকালে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এক স্মরণ সভায় সংগঠনটির সভাপতি শাহেদ চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৩১ মার্চ অনশন কর্মসূচি পালন করা হবে। পরবর্তী সময়ে ধারাবাহিক আন্দোলন করব, আমরণ অনশন করব, এমনকি প্রয়োজনে কাফনের কাপড় পরে রাজপথ অবরোধ করব।’
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে দোষারোপ করে তিনি বলেন, ‘উনি রহস্যের কূলকিনারা বের করেননি অথবা করতে চাননি। নিশ্চয়ই তারও কোনো স্বার্থ এখানে জড়িত রয়েছে।’
ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিশোধের আগুন জ্বলছে আমাদের বুকে।’ প্রধানমন্ত্রীর প্রতি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। আসামিরা গ্রেফতার না হলে ডিআরইউ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানা তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশের সকল সেক্টরের মানুষ বিচার পায়। কিন্তু সাংবাদিকরা বিচার পায় না।’ সাংবাদিকদের প্রতি সরকারের এ অনীহার তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।
সাগর-রুনির একমাত্র সন্তান মেঘও স্মরণ সভায় উপস্থিত ছিল।
ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, সাগর সরওয়ারের মা সালেহা মনির, রুনির ভাই নওশের আলম নোমান, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ আকন প্রমুখ।
(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)