দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর-২ নম্বর জনতা হাউজিংয়ের পেছনের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গবাল দুপুর ১২টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর ১২টি ইউনিটি দুপুর ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সর্ভিসের ডিউটি অফিসার গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সনি সিনেমা হল সংলগ্ন জনতা হাউজিংয়ের পেছনে এ আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর ১২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

দমকল বাহিনীর সদস্য জিয়াউদ্দিন বলেন, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, আগুনে হতাহতের আশঙ্কা নেই। আগুনের খবর পেয়ে আশপাশের ঘর থেকে সবাই বাইরে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।

জিয়াউদ্দিন জানান, কেউ ভেতরে আটকা পড়েছে কিনা, তা জানতে বস্তিবাসীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজের কোনও সংবাদ নেই।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)