রাজশাহীর বাঘা-চারঘাটে বুধবার হরতাল
রাজশাহী ব্যুরো : রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করায় বুধবার চারঘাট-বাঘায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
রেল লাইনের ফিসপ্লেট খুলে নেওয়ার মামলায় মঙ্গলবার দুপুরে আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।
ওই রায়ের প্রতিবাদে রাজশাহীর চারঘাট-বাঘায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় স্থানীয় বিএনপি।
চারঘাট উপজেলার হলিদাগাছীতে রেল লাইনের ফিসপ্লেট খুলে নেওয়া ও পুঠিয়া পৌর যুবদলের সভাপতি আব্বাস আলীর মোটরসাইকেল পোড়ানোর মামলায় জামিন নিতে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। এ সময় আদালতের বিচারক মো. ছানাউল্ল্যাহ জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠানোর খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পরে আদালতের হাজতখানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে চারঘাট থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন সরকার বুধবার চারঘাট-বাঘায় সকাল সন্ধ্যা-হরতালের ডাক দেয়।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১১)