লবঙ্গের সাতকাহন . . .
দিরিপোর্ট২৪ ডেস্ক :
১. লবঙ্গ রক্ত চলাচল বাড়ানোর পাশাপাশি হজমে সাহায্য করে।
২. বমিভাব উপশমে চীনে লবঙ্গের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন রয়েছে।
৩. পানিতে কালো চা, তেজপাতা, পুদিনা পাতা ও লবঙ্গ সিদ্ধ দিয়ে তাতে মধু মিশিয়ে খেলে দুশ্চিন্তা ও কাজের ক্লান্তি দূর হয়।
৪. দাঁতের ক্ষয়রোগ ও দাঁতের ব্যথা উপশমে আক্রান্ত স্থানে লবঙ্গ বা লবঙ্গের তেল লাগালে উপকার পাওয়া যায়।
৫. লবঙ্গের সঙ্গে লবণ চিবিয়ে খেলে সর্দি, কাশি, গলাব্যথা সেরে যায়।
৬. লবঙ্গ পুড়িয়ে খেলে জমাট বাঁধা কফ বেরিয়ে আসে।
৭. পেট ব্যথা, গ্যাস্ট্রিক, বদহজম ইত্যাদি বিভিন্ন সমস্যা দূর করতে যুগ যুগ ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে।
(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)