কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলা নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার বিভিন্ন উপজেলায় সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সদর উপজেলা থেকে সাতজন, রাজারহাটে দুজন, নাগেশ্বরীতে পাঁচজন, ভুরুঙ্গামারীতে দুজন, উলিপুরে দুজন, চিলমারীতে দুজন, রৌমারীতে দুজন ও রাজীবপুর উপজেলা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, উপজেলা নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে থানায় মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/জেআই/ইইউ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ১১, ২০১৪)