দ্য রিপোর্ট প্রতিবেদক : নওশীন কিছুটা বামপন্থা দর্শন লালন করতেন। কিন্তু হুট করে ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি নিলেন। সিস্টেমে ঢুকে সিস্টেম বদলাতে চান তিনি। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ‘শহরে আলোর দিন’ নাটকে।

নাটকের কাহিনীতে দেখা যাবে, আসাদ সাহেব বয়স্ক মানুষ। লোকে বলে তিনি বিকারগ্রস্ত। হুট করে অবচেতন মনে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করেন। পথঘাট থেকে অপরিচিত মানুষজন ধরে এনে গান গায়, দাবা খেলে। তার বক্তব্য- দুনিয়া কাঁপানো একটা আন্দোলন হয়ে গেলো একটা ভাষার জন্য। একটা দিন পুরোটা দেশ মাতামাতি করে কিন্তু বাকি সময় চেতনাটা কী? আসাদ সাহেবের একমাত্র কন্যা রুবি যে কিছুটা বামপন্থা দর্শন লালন করত , সে হঠাৎ করে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি নিলে আসাদ সাহেবের পাগলামিটা বেড়ে যায়। রুবি বলে যে, সে সিস্টেমে ঢুকে সিস্টেম বদলে দেবে। আসাদ সাহেব হঠাৎ একদিন মেয়ের স্কুলে গিয়ে ভাষণ দিতে থাকে। ভাষণের বিষয় ছিল ‘একুশে ফেব্রুয়ারি’।

‘শহরে আলোর দিন’ নাটকে আসাদ সাহেবের চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, রুবা চরিত্রে নওশীন নাহরীন মৌ।

নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার। ২১ ফেব্রুয়ারি রাত ৯ টায় এনটিভিতে প্রচার হবে এটি।

(দ্য রিপোর্ট/আইএফ/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)