সিরাজগঞ্জ সংবাদদাতা : একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্রসহ এক ডাকাত সর্দারকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ।

বেলকুচি উপজেলার আটারদাগ গ্রাম থেকে সোমবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আটারদাগ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে অন্য ডাকাতরা পালাতে সক্ষম হলেও একই উপজেলার শমেশপুর গ্রামের আফজাল হোসেন ছেলে ও ডাকাত সর্দার দুলাল হোসেনকে (৩৫) আটক করা হয়।

তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরকে/এমএইচও/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)