দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি বছরের মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘রেডিও ওয়াহিদ’। এর সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এরই মধ্যে ‘রেডিও ওয়াহিদ’ প্রাথমিকভাবে তাদের সম্প্রচার শুরু করেছে।

জানা গেছে, অনলাইনভিত্তিক এই রেডিওতে এখন পর্যন্ত শুধু বাংলা গান প্রচার করা হচ্ছে। এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ জানান, ‘পহেলা মার্চ থেকে ‘রেডিও ওয়াহিদ’- এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এ জন্য ছোটখাটো একটি আয়োজন করার প্রস্তুতি নিচ্ছি। সঙ্গীতাঙ্গনের লোকজনকে জানিয়েই আমরা শুরু করব। গণমাধ্যমের বন্ধুরাও থাকবেন আয়োজনটিতে। সময় মতো সবাইকে বিষয়টি জানানো হবে।’

গান ও পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘বাংলা গান প্রচারের লক্ষ্য নিয়েই আমি রেডিওটি চালু করেছি। এখানে শ্রুতিমধুর বাংলা গানের সম্ভার রাখা হবে। আগামীতে রেডিও স্টেশনটি নিয়ে আমাদের আরও বড় ধরনের পরিকল্পনা আছে।’

(দ্য রিপোর্ট/এআর/এমসি/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)