দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় ঢাকা-৬ আসনে স্বতন্ত্র সাংসদ প্রার্থী সাইদুর রহমান ওরফে শহীদ কমিশনারের জামিন ও রিমান্ড উভয়ই নামঞ্জুর করে দুদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মো. হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

অস্ত্র আইনে গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলায় (মামলা নং ৫(২) ২০১৪) সুষ্ঠু তদন্তের জন্য গেন্ডারিয়া থানার এসআই আতিকুর রহমান তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শহীদের পক্ষে তার আইনজীবী শাহাদাত হোসেন জামিন আবেদন করেন।

এর আগে, ৫ ফেব্রুয়ারি তাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছিলেন মহানগর হাকিম এম এ সালাম।

৩ ফেব্রুয়ারি রাজধানীর গেন্ডারিয়ায় নিজ বাসা থেকে তিনটি পিস্তল ও ৬২ রাউন্ড গুলিসহ শহীদ কমিশনারকে আটক করে র‌্যাব-১০।

(দ্য রিপোর্ট/জেএ/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)