দ্য রিপোর্ট ডেস্ক : নাগরিকদের কাছে সরকারি কাগজপত্র ও পার্সেল বিলি করতে মনুষ্যবিহীন বিমান ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। সরকারি সেবার মান উন্নত করার লক্ষ্যেই এ পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।

মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি বিশ্বে লোক দেখানো কার্যক্রম পরিচালনার জন্য পরিচিত। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি এই দেশে অবস্থিত। দেশটি নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ঘটাতেও পছন্দ করে।

মূলত, এই দুই কারণেই ড্রোন বানানোর পরিকল্পনা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির মন্ত্রী মোহাম্মেদ আল-গেরগায়ি জানান, ড্রোনের মাধ্যমে সরকারি কাগজপত্র ডেলিভারি দেওয়ার কথা ভাবছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বে ড্রোনের এ ধরনের ব্যবহার এই প্রথম বলেও জানান তিনি।

ব্যাটারিচালিত এই ড্রোন তৈরি করা হবে প্রজাপতির আদলে। কাগজপত্র ছাড়াও ছোট পার্সেল বহন করতে পারবে এই ড্রোন। সাদা রঙের এই ড্রোনে থাকবে সংযুক্ত আরব আমিরাতের পতাকা। সূত্র : রয়টার্স।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)