আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত ও বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, ডাউকী গ্রামের ইলিয়াস উদ্দীনের ছেলে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি ভাদু মিয়া (৫০), সাজিয়া রহমানের ছেলে ঠাণ্ডু রহমান (৪৫), রংপুর গ্রামের মনছুর আলীর ছেলে জামায়াতের ওয়ার্ড আমীর তোতা মিয়া (৪৫), হাটবোয়ালিয়া গ্রামের হাবিলের ছেলে লোকমান (৫৩), হারদী গ্রামের ওহাব আলীর ছেলে বদর আলী (৪২), মহেশপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বিএনপি ওয়ার্ড সভাপতি নুরুল হক (৩৫) ও তার ছেলে শিলু (২৫), হারদী গ্রামের আব্দুস সামাদের স্ত্রী কুটি খাতুন (২২), খাদিমপুর গ্রামের শাহজাহানের ছেলে বিএনপি ওয়ার্ড সেক্রেটারি মিলন (৪০) ও গোয়ালবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবেল (২৮)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম আটকের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন।
(দ্য রিপোর্ট/এমআরআর/এমএইচও/এপি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)