দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মালদায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও দুইজন আহত হয়েছেন।

কালুয়াদিঘি এলাকায় ৩৪ নম্বর ন্যাশনাল হাইওয়েতে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একটি ট্রাক যাত্রীবাহী একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন শিশু।

পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ১২ জন ঘটনাস্থলে ও বাকিরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

হতাহতরা মালদা শহরের কাছে সাহাপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ফিরছিলেন। সূত্র : ইন্ডিয়া টুডে।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)