মাগুরায় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪
মাগুরা প্রতিনিধি : প্রায় ১ কোটি টাকা মূল্যের ২৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের কালী মূর্তিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে পুলিশ। সোমবার রাতে শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- সবুজ সিকদার ওরফে সাগর (৩০), ঘোড়ামারা গ্রামের রঞ্জু মোল্লা (৩০), একই এলাকার সোনা মোল্লা (৫৫) ও তার ছেলে ভরসা মোল্লা (২৫)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাসেম খান জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরতলীর আবালপুর দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে সবুজ সিকদার ও রঞ্জু মোল্লাকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোনা মোল্লার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথর ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। এ সময় সোনা মোল্লা ও ভরসা মোল্লাকে পুলিশ আটক করে।
আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়।
(দ্য রিপোর্ট/এসআইএস/এফএস/এপি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)