দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩৪তম বিসিএস পরীক্ষায় বাদ পড়া ২৮০ জনকে অন্তর্ভুক্ত করতে সরকারি কর্মকমিশনকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে কেন এই ২৮০ জনকে বিএসএসে অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাই কোর্ট। মঙ্গলবার এ রুলের শুনানি শেষে রুল নিষ্পত্তি করে আদালত এ আদেশ দেন।

(দ্য রিপোর্ট/এসএ/এফএস/জেএম/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)