দ্য রিপোর্ট প্রতিবেদক : আরমান পারভেজ মুরাদ ও বৃষ্টি ভৌমিক একে অপরকে ভালোবাসেন। কিন্তু তাদের মধ্যে রয়েছে চেনা-অচেনা কিছু নস্টালজিয়া। এমনই পরিস্থিতিকে ‘সংঘবদ্ধ নয়, এমন স্বপ্ন’ নাটকে তুলে ধরেছেন পরিচালক সেলিম রেজা সেন্টু।

নাটকে দেখা যাবে, সমুদ্র সৈকতে হঠাৎ স্বপ্ন ও মেঘের দেখা। প্রকৃতি, স্বপ্ন ও পথ তাদের মনোজগতকে স্পর্শ করে। নস্টালজিয়া থেকে স্পর্শ করে এক সম্পর্ক। হঠাৎ করে কত চেনা! আবার কত অজানা! এ যেন হৃদয় থেকে উচ্চারিত হওয়া ভালোবাসার কথন।

নাট্যকার ও পরিচালক সেলিম রেজা সেন্টু বলেন, ‘আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে এসেছি। এতদিন মঞ্চনাটক ও নাট্য প্রকাশনা নিয়ে কাজ করেছি। ‘সংঘবদ্ধ নয়, এমন স্বপ্ন’ নাটকটি নিয়ে টেলিভিশন নাটকে প্রবেশ করলাম। এই নাটকে স্বপ্ন চরিত্রটি করেছেন আরমান পারভেজ মুরাদ। আর মেঘের ভূমিকায় বৃষ্টি ভৌমিক। এ কাহিনীতে দুটি চরিত্রই হৃদয়ের কবিতা বলে যায়। পুরো নাটক কক্সবাজারে চিত্রায়িত হয়েছে। ভালোবাসা দিবসে নাটকটি দর্শকদের হৃদয়ে ভিন্ন মাত্রা আনবে।’

১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে বিটিভিতে প্রচার হবে নাটকটি।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)