কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় থ্রিপিস আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। জেলার শহরতলী ভাদালিয়া বাজার এলাকায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি থ্রিপিস আটক করা হয়।

বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর নাহিদুজ্জামান জানান, ট্রাকে করে থ্রিপিসের চালানটি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরে কুষ্টিয়ার ভাদালিয়া বাজার এলাকা থেকে ওই ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ড-১৪-৫১৪৩) আটক করা হয়। এ সময় প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় থ্রিপিস আটক করা হয়। তবে এ ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এফএপি/এফএস/এসকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)