কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে আটক করা ১ কোটি ৫৫ লাখ ৬ হাজার ৭শ’ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

জেলার মিরপুরে বিজিবির সদর দফতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ ও ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকারের উপস্থিতিতে মঙ্গলবার সকাল ১১টায় এই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ২৭ কেজি গাঁজা, ১৪ হাজার ৫শ’ ২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ২শ’ ৪২ বোতল বিদেশী মদ, ১৪ লিটার দেশী মদ, ১৫ বোতল বাংলাদেশী স্প্রিট, ১০ গ্রাম হেরোইন ও ৫শ’ ২০ গ্রাম হেরোইন সদৃশ্ পাউডার ছিল।

৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেহেদী হাসান মাদকদ্রব্য ধ্বংসের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/এপি/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)