দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। মঙ্গলবার ফান্ডটির ট্রাস্টি বোর্ড ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ইউনিট হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিট হোল্ডার নির্বাচনের জন্য আগামী ২৪ ফেব্রুযারি রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

শেষ হওয়া অর্থবছরে এ ফান্ডের মুনাফা হয়েছে ১১ কোটি ১২ লাখ ২৫ হাজার ৭৮৮ টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ১.০২৫১ টাকা।

এর আগের বছর ফান্ডটি ১০ শতাংশ ‍পুনর্বিনিয়োগ (বোনাস লভ্যাংশ) সুবিধা দিয়েছিল।

লভ্যাংশ ঘোষণার কারণে বুধবার ফান্ডটির ইউনিট দরে কোনো মূল্য সীমা থাকবে না।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)