আবু সাঈদ তুলুর ’অনন্ত পথের যাত্রী’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আবু সাঈদ তুলু শৈশব থেকেই সাহিত্য-শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগী। দীর্ঘদিন ধরে সাহিত্য-শিল্প-শিক্ষা-সংস্কৃতি বিষয়ক লেখালেখি করে আসছেন জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন পত্রিকা-জার্নালে। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের পরিচালনায় নাট্যকলা বিষয়ক সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। বর্তমানে বেসরকারি কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকতায় নিয়োজিত। ইতোপূর্বে প্রকাশিত হয়েছে তার লিপির উদ্ভব, ক্রমবিবর্তন ও বাংলালিপির পরিণত পর্যায় (২০০৭), রূপান্তরবাদ (২০০৮) ও বিপ্রলব্ধ (২০০৯) গ্রন্থ।
এবারের বই মেলায় ভাষাচিত্র থেকে প্রকাশিত হয়েছে তার ‘অনন্ত পথের যাত্রী’ শীর্ষক গবেষণা গ্রন্থ। বইটি আঙ্গিক প্রাধান্যের বিপরীতে আখ্যানধর্মী চিন্তনপ্রধান। কোড নামের একটি চরিত্রের জীবনপ্রবাহে নানা ঘটনার মধ্য দিয়ে; নানা ব্যঞ্জনায় ফুটে উঠেছে বিস্মৃত ইতিহাসের অনিবার্য সত্য। চারদিকের জীবন বাস্তবতায় নানা বিভ্রান্তি-বিকৃতি-অনুকৃতি-আধিপত্যের চিত্র অনুপমভাবে ধরা হয়েছে এ গ্রন্থে।
(দ্য রিপোর্ট/এমএ/কেএম/সা/ফেব্রুয়ারি ১১,২০১৪)