দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩৪তম বিসিএস (প্রিলি) পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলে বাদ পড়া আদিবাসী ২৮০ পরীক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারি কর্মকমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবদনের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চএ আদেশ দেন।

এর আগে ২০১৩ সালের ৩১ জুলাই উপজাতি কোটায় ২৮০ জনকে বাদ দিয়ে প্রকাশিত ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পুনর্মূল্যায়িত ফলাফলকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। মঙ্গলবার এ রুলের শুনানি শেষে রুল নিষ্পত্তি করে অন্তর্ভুক্তির এ আদেশ দেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।

জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে বলেন, ‘কোনো পরীক্ষায় প্রথম ফলাফলে কৃতকার্য হলে দ্বিতীয়বার মূল্যায়নে পর ওই কৃতকার্যরা বাদ যাবে দেশে এমন কোনো আইন বা নজির নেই। কিন্তু ৩৪তম বিসিএসে প্রথম ফলাফলে ২৮০ জন উত্তীর্ণ থাকলেও দ্বিতীয় ফলাফলে তাদের বাদ দেওয়া হয়।’

৩৪তম বিসিএসে গত ৮ জুলাই প্রথম ফলাফলে কোটার ভিত্তিতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। এ ফলাফলে মেধাবীরা বাদ পড়েছে এমন দাবি তুলে অন্য পরীক্ষার্থীদের আন্দোলনের ফলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়। এতে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। কিন্তু উপজাতি কোটার ২৮০ পরীক্ষার্থী পুনর্মূল্যায়িত ফলাফলে বাদ পড়েন।

২০১৩ সালের ২৮ জুলাই বাদ পড়া পরীক্ষার্থীদের মধ্যে বিনয় পাপ্পুসহ ৫৯ পরীক্ষার্থী রিট আবেদন করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)