বাংলাদেশে ভিএলসিসি
দ্য রিপোর্ট প্রতিবেদক : স্টাইল স্টাইলের বিভিন্ন সেবা ও পণ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মত শাখা উদ্বোধন করল আন্তর্জাতিক ব্র্যান্ড ভিএলসিসি।
ধানমণ্ডি-২৭-এর নতুন শাখার উদ্বোধন করেন ভিএলসিসির প্রতিষ্ঠাতা মিসেস বন্দনা লুথরা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বিশ্বের ১৬টি দেশের ১২১টি মহানগরে তাদের কার্যক্রম চলছে।
বিজ্ঞানসম্মত উপায়ে ওজন কমানোর সমাধান ও রূপচর্চার বিভিন্ন কৌশলের জন্য ভিএলসিসি একটি পরিচিত নাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভিএলসিসির ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ আহুজা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সামীর শীবাস্ত।
(দ্য রিপোর্ট/কেএম/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)