এএফসি এগ্রোর দর বেড়েছে ৫৬০ শতাংশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেনের প্রথম দিনে এএফসি এগ্রো বায়োটেকের শেয়ার দর বেড়েছে ৫৬০ শতাংশ। এ শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা হলেও মঙ্গলবার সর্বশেষ ৬৫ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ লেনদেনের প্রথম দিনে এ শেয়ারের দর বেড়েছে ৫৬ টাকা।
সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা মোট ১ কোটি ৮ লাখ শেয়ারের মধ্যে ৪৬ লাখ ৪৬ হাজার বা ৪৩.২ শতাংশ প্রথম দিনে লেনদেন হয়েছে। শেয়ারটি সর্বোচ্চ ৬৬.৫ টাকা, সর্বনিম্ন ৪৮ টাকা এবং সর্বশেষ ৬৬ টাকায় লেনদেন হয়েছে। দিনশেষে শেয়ারটির ক্লোজ প্রাইস রয়েছে ৬৫ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করেছে। সে হিসাবে লেনদেনের প্রথম দিনে ১০ টাকার শেয়ারে বিনিয়োগকারীরা ৫৬ টাকা মুনাফা করেছেন।
(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)