‘শিক্ষিত বেকারের পরিসংখ্যান মন্ত্রণালয়ে নেই’
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের মোট শিক্ষিত বেকারের পরিসংখ্যান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার রহিম উল্লাহর এক প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।
চুন্নু বলেন, ‘২০০৫-০৬ সালে লেবার ফোর্স সার্ভে অনুযায়ী দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২১ লাখ।’
মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের উত্তরে মুজিবুল হক বলেন, ‘শ্রম আইন-২০০৬ সংশোধন করে ২০১৩ সালের ২২ জুলাই গেজেট আকারে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন)-২০১৩ প্রকাশিত হয়েছে। বর্তমানে বিধি প্রণয়নের কাজ চলছে। এ কাজের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। একটি ওয়ার্কিং গ্রুপ ইতোমধ্যে বিধির খসড়া প্রণয়ন করেছে। চলতি বছর ২৩ জানুয়ারি বিধিমালা প্রণয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের (ফেব্রুয়ারি) শেষ সপ্তাহে কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে এবং আশা করছি শিগগিরই বিধিমালাটি চূড়ান্ত করা সম্ভব হবে।’
চুন্নু বলেন, ‘বাংলাদেশে শ্রম আইন-২০০৬ এর আওতায় ঘোষিত মোট ৪২টি বেসরকারি শিল্প সেক্টরের মধ্যে ৩৫টি সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ ও ঘোষণা করা হয়েছে। চারটি সেক্টরের কার্যক্রম চলমান রয়েছে এবং অবশিষ্ট তিনটি সেক্টরের মজুরি নির্ধারণের বিষয়ে পরবর্তী সময়ে কার্যক্রম গ্রহণ করা হবে।’
সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তাজরিন ফ্যাশানসের অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিকের মধ্যে শনাক্ত করা ৯৯ জনের পরিবারকে ১ লাখ করে মোট ৯৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এনডিএস/এনএন/ফেব্রুয়ারি ১১, ২০১৪)