দ্য রিপোর্ট প্রতিবেদক : এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার ৭টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষাবোর্ডে মোট ৫ হাজার ২১৪ পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিল। এ ছাড়া বহিষ্কার করা হয়েছে ২৪ পরীক্ষার্থীকে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানানো হয়।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের ৯০৪, কুমিল্লা বোর্ডের ৬০২, যশোর বোর্ডের ৪৫২, রাজশাহী বোর্ডের ৩৪৯, চট্টগ্রাম বোর্ডের ৩১৯, সিলেট বোর্ডের ২০২, বরিশাল বোর্ডের ২১২, দিনাজপুর বোর্ডের ৩৫৯, মাদ্রাসা বোর্ডের ৮৬৮ এবং কারিগরি শিক্ষাবোর্ডের ৯৪৭ জন।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে যশোর শিক্ষা বোর্ডে ২, কুমিল্লা বোর্ডে ৩, বরিশাল বোর্ডে ১, দিনাজপুর বোর্ডে ১, মাদ্রাসা বোর্ডের ৫ এবং কারিগরি বোর্ডের ১২ জন।

মঙ্গলবার এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় হয়। এবার মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ৩৩ হাজার ২০২ ও ছাত্রী ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)