দ্য রিপোর্ট ডেস্ক : দেশের বাইরে ভারতীয় দলের দুর্বল পারফরমেন্সে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক কোচ জন রাইট। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভারত ঘুড়ে দাঁড়াতে পারবে বলেই তার বিশ্বাস। মঙ্গলবার চিন্ময় স্বামী স্টেডিয়ামে ইরানী কাপের খেলা পর্যবেক্ষণকালে নিউজিল্যান্ডের সাবেক কোচ বলেছেন, ‘এটা (২০১১ সালের জুনের পর দেশের বাইরে ভারত কোনো টেস্ট জিততে না পারা) সত্যিই আমাকে বিস্মিত করে, আমি এটা অনুধাবন করতে পারছি না। অথচ সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং শচিন টেন্ডুলকার দেশের বাইরে জয়ের জন্য উন্মুখ থাকত। তারা ছিলেন ভেরি স্পেশাল।’

প্রথম ম্যাচে ভারতের প্রথম ইনিংসের মূল্য দিতে হয়েছে। জন রাইট বলেছেন, ‘তুমি যখন প্রথম ইনিংসে ৩০০ রানে পিছিয়ে পড়বে তখন ওই ম্যাচে ফেরাটা বেশ কঠিন হয়ে যায়। তবে টেস্ট জয়ের একটা (দ্বিতীয় ইনিংস) সুযোগ তাদের ছিল। শেষ দিকে তাদের একটা বড় পার্টনারশিপ দরকার ছিল। শেষ ১০০ রান অতিক্রম করা সব সময়ই কঠিন।’


শুক্রবার ওয়েলিংটনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও একটা ফল হতে পারে মন্তব্য করে রাইট বলেছেন, ‘ওয়েলিংটনের যে কন্ডিশন তাতে সেখানে ম্যাচে একটা ফল আসবে। এটা বেশ ভাল উইকেট, বল চারদিকেই মুভ করবে। সেখানে ভারত ঘুরে দাঁড়াতে পারে।’


২০১২ সালে পদত্যাগের আগে নিজ দেশ নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব পালন করা রাইট স্বদেশী দলের খেলা দেখে দারুণ উৎফুল্ল। বেশকিছু দিন যাবত তারা বেশ ধারাবাহিক, তাদের দলে অবশ্য নতুন মুখও এসেছে। সফরের জন্য নিউজিল্যান্ড স্বভাবত একটা কঠিন জায়গা, অধিকাংশ দলের জন্য এটা কঠিন।’

(দ্য রিপোর্ট/এএস/সিজি/এনআই/ফেব্রুয়ারি ১১, ২০১৪)