দ্য রিপোর্ট সংবাদদাতা : গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগান গ্রামে নাসরিন আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পেয়ারা বাগানের জিকরুল হোসেনের বাড়ি থেকে সকাল ১১টায় পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। নাসরিন ও তার স্বামী রফিকুল ইসলাম ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুজ্জামান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। ঝগড়ার কারণ জানা যায়নি। মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যেকোনো সময় ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। লাশের পাশে একটি চিরকুটে লেখা ছিল ‘আমি একাই চলে গেলাম, কারো সঙ্গে আমার কোনো ঝগড়া ছিল না।’

পুলিশ আরও জানায়, নাসরিনের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রূপগঞ্জ থানার গাউছিয়ায়। স্বামী রফিকুল ইসলামের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। তারা দুজনেই গার্মেন্টস কর্মী।

(দ্য রিপোর্ট/এমএমএফ/ডব্লিউএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)