বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথের পল্লীর একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশ্বনাথের খারিকুনা গ্রামের ফিরোজ মিয়ার কলোনিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু মিয়া দ্য রিপোর্টকে জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আধঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কলোনির ১২টি ঘর পুড়ে যায় বলে জানিয়েছেন তিনি।
কলোনির মালিকের ছেলে আবদুর রহিম জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
(দ্য রিপোর্ট/এমজেএইচ/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)