গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৪ কর্মকর্তাকে আদালতে তলব
দ্য রিপোর্ট প্রতিবেদক : আদালত অবমাননার অভিযোগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। ২৬ ফেব্রুয়ারি হাজির হয়ে তাদের আদালত অবমাননার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
একই সঙ্গে এ চার কর্মকর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে মন্ত্রণালয়ের প্রতি রুল জারি করা হয়েছে।
অভিযুক্ত চার কর্মকর্তা হলেন- অডিট বিভাগের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ গোলাম সারোয়ার ভূঁইয়া, হিসাবরক্ষক মো. খবির উদ্দিন ফকির, সুপারিনন্টেডেন্ট মো. আহসান উল্লাহ ও নিরীক্ষক মো. হানিফ সরকার।
(দ্য রিপোর্ট/এসএ/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)