মালদ্বীপে ফের প্রেসিডেন্ট নির্বাচন
মালদ্বীপের সর্বোচ্চ আদালতের একজন মুখপাত্র জানান, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পর এ বছরের ৭ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনটি সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে বাতিল করা হয়েছে। নতুন নির্বাচন হবে ২০ অক্টোবর।’
প্রথম দফা নির্বাচনে মোহাম্মদ নাসিদ ৪৫ ভাগ ভোট পান। মালদ্বীপে সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে ৫০ ভাগ ভোটের প্রয়োজন হয়। দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান মোহাম্মদ নাসিদ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইয়ামেন কাইয়ূম। কিন্তু ৭ সেপ্টেম্বরের নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা কাসেম ইব্রাহিম নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতের দারস্থ হন। আদালতের জুরিরা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ৪-৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ৭ সেপ্টেম্বরের নির্বাচন বাতিলের রায় দেন।
মালদ্বীপের সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১১ নভেম্বরের মধ্যে সরকার গঠন করতে হবে।
২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মোহাম্মদ নাসিম।
(দিরিপোর্ট২৪/এমডি/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)