ময়মনসিংহ সংবাদদাতা : শিগগিরই সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় মঙ্গলবার বিকেলে এক কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জজ মিয়ার মত নাটক সৃষ্টি না করে সরকার সাগর-রুনি হত্যার প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে চায়। হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং অচিরেই সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য আলোর মুখ দেখবে।’

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষায় গুলি চালালে যদি কেউ নিহত হয়, সেটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নয়।’

পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহীন, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব-১৪-এর পরিচালক লোকমান হোসেন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

(দ্য রিপোর্ট/এআর/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)