বগুড়া সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে আতিকুর রহমান আতিক (২০) নামের এক ভুয়া সিআইডিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিআইডি পরিচয় দিয়ে বাড়ি তল্লাশি করার সময় সন্দেহ হলে জনতা আতিককে আটক করে। তার কাছে একটি ভুয়া সিআইডি পরিচয়পত্র (কার্ড) ও একটি খেলনা পিস্তল পাওয়া গেছে। উদ্ধারকৃত পরিচয়পত্র ও খেলনা পিস্তল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আতিক দুপচাঁচিয়া উপজেলার ভুইপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম এ ব্যাপারে দ্য রিপোর্টকে বলেন, মঙ্গলবার সকালে আতিকুর রহমান আতিক ও রুবেল কুন্দগ্রাম দক্ষিণপাড়ার একটি বাড়িতে প্রবেশ করে সিআইডি পরিচয় দিয়ে ঘড় তল্লাশির নামে আসবাবপত্র তছনছ করে। এ সব দেখে বাড়ির মালিক আসাদুজ্জানের সন্দেহ হলে তাদের অফিসারের নাম্বার চাইলে কৌশলে রুবেল পালিয়ে যায়। আতিক পালাতে চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে স্থানীয় চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সহযোগিতায় আতিককে থানায় সোপর্দ করা হয়। মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)