আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭৭
দ্য রিপোর্ট ডেস্ক : আলজেরিয়ার পূর্বাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির নিরাপত্তাবাহিনী এ খবর নিশ্চিত করেছে। খবর আলজাজিরা ও বিবিসির।
বিমানের ৭৮ জন যাত্রীর মধ্যে ৭৭ জনই নিহত হয়েছেন। যাত্রীরা সকলেই দেশটির সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবার-পরিজন।
তবে বার্তা সংস্থা এএফপি দেশটির একজন উদ্ধতন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে ওই বিমানটিতে ১০৩ জন যাত্রী ও ক্রুর সবাই মারা গেছে।
সি-১৩০ হারকিউলিস নামে ওই বিমানটি আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় শহর কনস্টান্টিনের উদ্দেশে যাওয়ার পথে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। গোলযোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
দেশটির রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে আউম আল বোঘি’র পাহাড়ী এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)