ময়মনসিংহ-৯ আসনে পুনর্নির্বাচনের বিষয়ে হাইকোর্টের রুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দশম জাতীয় নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীর সংসদ সদস্য পদ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম দশম জাতীয় সংসদে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নির্বাচন কমিশনে তার মনোনয়পত্র বাতিল হয়ে যায়। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায়। এরপর তিনি হাইকোর্টে এ আবেদন জানান।
সালামের আইনজীবী মো. জিয়াউদ্দিন কাসেম জানান, আমরা মনে করি, ওই এলাকার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে মনোনয়পত্র বাতিল করে। এ বিষয়ে আমরা হাইকোর্টে আবেদন করেছি।
(দ্য রিপোর্ট/এসএ/এসকে/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৪)